জাতীয় অধ্যাপক ড. মুস্তাফা নূরউল ইসলামের স্মরণ সভা অনুষ্ঠিত
May 14, 2018

জনসংযোগ অফিস
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সাভার, ঢাকা, বাংলাদেশ
ফোন: ৭৭৯১০৪৫-৫১

প্রেস বিজ্ঞপ্তি

জাতীয় অধ্যাপক ড. মুস্তাফা নূরউল ইসলামের স্মরণ সভা অনুষ্ঠিত ॥
অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম তাঁর লেখার মধ্যদিয়ে বার বার ফিরে আসবেন
-জাবি উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৪ মে ২০১৮।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে আজ সকাল ১০ টায় জাতীয় অধ্যাপক ড. মুস্তাফা নূরউল ইসলামের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলা বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত শোক সভায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলামের মতো দেশ-বরেণ্য শিক্ষকদের আশ্রয়ে বর্ধিষ্ণু হয়েছে। তাঁর প্রয়াণের মধ্যদিয়ে দেশ-জাতি, সর্বোপরি এ বিশ্ববিদ্যালয়ের অপূরণীয় ক্ষতি হয়েছে। উপাচার্য বলেন, অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম তাঁর লেখা এবং সৃষ্টি কর্মের মধ্যদিয়ে বার বার ফিরে আসবেন। উপাচার্য বাংলা বিভাগের পক্ষ থেকে অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম স্মারক গ্রন্থ প্রকাশের আহবান জানান। প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন তাঁর বক্তব্যে বলেন, অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য গর্ব ও সম্মানের ছিলেন। এ বিশ্ববিদ্যালয় তাঁর পরিচয়ে ঋদ্ধ হয়েছে। বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষক অধ্যাপক আ ফ ম দানীউল হক বলেন, অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম বাংলাদেশের ইতিহাসের অংশ। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের নির্মাতা। অধ্যাপক আ খ ম আশরাফউদ্দিন বলেন, অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম
প্রাতঃস্মরণীয়। বাংলা সংস্কৃতির পরিম-ল নির্মাণে তিনি অসামান্য ভূমিকা রেখেছেন। বাঙালির জাতীয় জীবনে তিনি অস্তিত্বের প্রতীক ছিলেন। বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসা বলেন, বাংলা ভাষার প্রসারে তিনি নিরলস পরিশ্রম করেছেন। সহকর্মী এবং শিক্ষার্থীদের সঙ্গে সহজে মিশে যেতেন।  কবি অধ্যাপক খালেদ হোসাইন বলেন, অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম শিক্ষার্থীদের চেতনা নির্মাণে সুনিপুন কাজ করেছেন।  বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক এস এম আবু দায়েনের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলামে পুত্র মুস্তাফা পারভেজ রাজন, বাংলা বিভাগের অধ্যাপক পৃথ্বিলা নাজনীন নীলিমা, অধ্যাপক অনিরুদ্ধ কাহালি প্রমুখ।

পরিচালক
জনসংযোগ অফিস

Recent Press Releases