৫০ জন গবেষককে পিএইচডি ও ৬ জন গবেষককে এমফিল ডিগ্রি প্রদান
Jul 28, 2025

প্রেস বিজ্ঞপ্তি

৫০ জন গবেষককে পিএইচডি জন গবেষককে এমফিল ডিগ্রি প্রদান

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৮ জুলাই ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত সিন্ডিকেটের এক বিশেষ সভায় ৫০ জন গবেষককে পিএইচডি এবং জন গবেষককে এমফিল ডিগ্রি প্রদান করা হয়েছে। সিন্ডিকেট সভায় ডিগ্রিপ্রাপ্ত গবেষকদের অভিনন্দন এবং তাঁদের গবেষণা তত্ত্বাবধায়কদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতিহাস বিভাগের পিএইচডি গবেষক মো. তাজুল ইসলাম কর্তৃক দাখিলকৃত "হবিগঞ্জের সমাজ-সংস্কৃতি প্রকৃতি: পরিবর্তন-ধারা, ১৯৮৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত", একই বিভাগের গবেষক মো. মাহমুদুল হাসান মাসুদ কর্তৃক দাখিলকৃত "রাখাইন জাতির রাজনৈতিক ক্রমবিকাশ, ১৭৮৪-১৯৯০ খ্রিস্টাব্দ", ইংরেজী বিভাগের গবেষক মো. আমীর হোসেন কর্তৃক দাখিলকৃত "Women and Alienation in the Select Literary Works of Henrik Ibsen and Doris Lessing: A Comparative Study", নাটক নাট্যতত্ত্ব বিভাগের গবেষক মোহাম্মদ নূরুজ্জামান কর্তৃক দাখিলকৃত "সেলিম আল দীনের বর্ণনাত্মাক নাটকঃ রচনারীতির স্বকীয়তা অন্বেষণ", একই বিভাগের বিভাগের গবেষক মোহাম্মদ খোরশেদ আলম কর্তৃক দাখিলকৃত "নিউ মিডিয়ায় চলচ্চিত্র সাংস্কৃতিক পরিবৃত্তি", দর্শন বিভাগের গবেষক মো. শামছুল হক কর্তৃক দাখিলকৃত "ইসলামি অনুশাসনের আলোকে পরিবেশ কর্মপন্থার রূপরেখা প্রণয়নঃ একটি নীতিবিদ্যক বিশ্লেষণ", প্রত্নতত্ত্ব বিভাগের গবেষক শারমিন জামান কর্তৃক দাখিলকৃত "পাল পুথিচিত্রঃ স্বরূপ অন্বেষণ", কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক মৌসুমী বালা কর্তৃক দাখিলকৃত "Diagnosis of Autism Spectrum Disorder Based on Machine Learning Approach", কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক মিঠুন দত্ত কর্তৃক দাখিলকৃত "Text Recognition of Bangla and English Scripts in Natural Scene Images", কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক আমিনা খাতুন কর্তৃক দাখিলকৃত " Deep Learning Applications in Natural Image Dehazing", কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক কানিজা মুনতারিনা কর্তৃক দাখিলকৃত "Effective Edge Detection for Shape Extraction", পরিবেশ বিজ্ঞান বিভাগের গবেষক মো. শহীদ খান কর্তৃক দাখিলকৃত " Effects of Environmental Factors on Autism Spectrum Disorder among Different

 

Groups of People", পরিবেশ বিজ্ঞান বিভাগের গবেষক মো. সফিকুল ইসলাম কর্তৃক দাখিলকৃত "Monitoring and Human Health Risk Assessment of Pesticide Residues in Major Vegetables Commercially Cultivated in Bangladesh", পরিবেশ বিজ্ঞান বিভাগের গবেষক মো. ইফতেখারুল মুহীব কর্তৃক দাখিলকৃত "Microplastics Exposure Pattern from Fish Feed: An Experimental Study Using Nile Tilapia (Oreochromis niloticus)", পদার্থবিজ্ঞান বিভাগের গবেষক নিলুফার ইয়াছমিন তানিসা কর্তৃক দাখিলকৃত "Green Synthesis of silver nanoparticles (AgNPs) using aqueous extract of different fresh leaves and monitoring for power production", পদার্থবিজ্ঞান বিভাগের গবেষক মো. সিরাজুম মুনির কর্তৃক দাখিলকৃত Instability of Ultra-Low Frequency Electrostatic Dust Modes in Streaming Irradiated Collisional Magnetized and Unmagnetized Dusty Plasmas with Dust Charge Fluctuation", রসায়ন বিভাগের গবেষক জনাব শাহীন আরা বেগম কর্তৃক দাখিলকৃত "Synthesis, Spectroscopy, Structural Characterization, and Reactivity of Os-Ge, Os-Sn and Ru-Sn Bimetallic Clusters", ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের গবেষক মো. সোহেল রানা কর্তৃক দাখিলকৃত Characterization, Distribution and Economic Potential of the Jamuna River sands in Bangladesh", ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের গবেষক জাহিদুল বারী কর্তৃক দাখিলকৃত "Soil-Landform Evolution of the Area Between Jamuna-Padma and Meghna Rivers, Bangladesh", ভূগোল পরিবেশ বিভাগের গবেষক মো. আবদুল ওয়াহাব কর্তৃক দাখিলকৃত "Identification of Threats, Gaps and Strategic Options for Sustainable Ecosystem Management of St. Martin's Island in Bangladesh", ভূগোল পরিবেশ বিভাগের গবেষক ফারহানা শারমীন কর্তৃক দাখিলকৃত "Vulnerability Assessment of Soil and Water Salinity at South-West Coast in Bangladesh", সরকার রাজনীতি বিভাগের গবেষক ফারজানা শারমিন কর্তৃক দাখিলকৃত "কর্মক্ষেত্রে নারীর অধস্তনতা: পেশাজীবি নার্সদের ওপর একটি সমীক্ষা", সরকার রাজনীতি বিভাগের গবেষক পারমিস সুলতানা কর্তৃক দাখিলকৃত "মাধ্যমিক শিক্ষা নারী উন্নয়নে সরকারী উপবৃত্তির ভূমিকা: দুইটি উপজেলার উপর একটি কেস স্টাডি", সরকার রাজনীতি বিভাগের গবেষক শাফিনা ফারহানা শারমিন কর্তৃক দাখিলকৃত "India's Soft Power Diplomacy Toward Bangladesh Under Narendra Modi Government", অর্থনীতি বিভাগের গবেষক মোহা. আবদুল আলীম মাহমুদ কর্তৃক দাখিলকৃত "A Causal Relationship between Economic Growth and Crime in Bangladesh", অর্থনীতি বিভাগের গবেষক মো. সাখাওয়াত হোসেন কর্তৃক দাখিলকৃত "Import-Export Demand Functions and the Balance of Payments Stability in Bangladesh", ফার্মেসী বিভাগের গবেষক মোসা. রোজিনা পারুল কর্তৃক দাখিলকৃত "Exploration of Phytoconstituents and evaluation of bioactivities of Syzygium balsameum and Syzygium formosum", মাইক্রোবায়োলজি বিভাগের গবেষক মো. মামুন আল আসাদ কর্তৃক দাখিলকৃত "A One Health Assessment of Antimicrobial Resistance in Livestock and Human Bacteria", উদ্ভিদবিজ্ঞান বিভাগের গবেষক ফারহানা রহমান কর্তৃক দাখিলকৃত "Studies on Classical and Molecular Identification of Major Pathogenic Fungi in Camelia sinensis L. and their Environment Friendly Control Measures", ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আই আই টি) এর গবেষক নজরুল ইসলাম কর্তৃক দাখিলকৃত Exploring an Open-channel PCF-SPR Bio-Sensor Employing Gold for Analyte Detection", ইতিহাস বিভাগের গবেষক মো. মঈনুল হাসান কর্তৃক দাখিলকৃত "কুড়িগ্রাম মহকুমা: জনজীবন আন্দোলন-সংগ্রাম", ইতিহাস বিভাগের গবেষক পাপিয়া সুলতানা কর্তৃক দাখিলকৃত "নারী শিক্ষা প্রসারে ঢাকা শহরের নির্বাচিত সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়সমূহের ভূমিকাঃ ১৯৭২-১৯৯০", নাটক নাট্যতত্ত্ব বিভাগের গবেষক রেজা মোহাম্মদ আরিফ কর্তৃক দাখিলকৃত "ওড্রমাগধী থেকে লীলানাট্য: বাংলা নাট্যের আধ্যাত্মিক অভিজ্ঞানের অনুসন্ধান", ইংরেজি বিভাগের গবেষক অমল কুমার চক্রবর্তী কর্তৃক দাখিলকৃত "V.S Naipaul and the Indian Diaspora: A Study of Rootlessness and Alienation in his Major Novels", আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের গবেষক মো. খালিদ সায়ফুল্লাহ কর্তৃক দাখিলকৃত "Military Diplomacy: An Essential Constituent of Foreign Policy", কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক মো. আলী হোসেন কর্তৃক দাখিলকৃত "Understanding Cancer Complexity through Bioinformatics and Machine Learning Approaches", পরিবেশ বিজ্ঞান বিভাগের গবেষক মো. আব্দুর রউফ খান কর্তৃক দাখিলকৃত "E-Waste Management in Bangladesh: Focus on Generation, Flow Pattern Analysis, and Recycling Status of Mobile Phones and Laptops", রসায়ন বিভাগের গবেষক মাহবুবা খানম কর্তৃক দাখিলকৃত "Synthesis, Characterization and Application of Functionalized Amberlite XAD-4 Copolymer Resin for Solid Phase Extraction of Heavy Metals in Natural Water", রসায়ন বিভাগের গবেষক মো. সাইফুল ইসলাম কর্তৃক দাখিলকৃত "Preconcentration and Solid Phase Extraction of Heavy Metals in Environmental Samples Using Chemically Modified Amberlite XAD-4 Resin With a New Schiff Base", পদার্থবিজ্ঞান বিভাগের গবেষক মো. আবু সালেক কর্তৃক দাখিলকৃত" Cultivation of electricity from living PKL", সরকার রাজনীতি বিভাগের গবেষক মো. মোস্তাফিজুর রহমান কর্তৃক দাখিলকৃত "গ্রামীণ বাংলাদেশে প্রবীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক রাজনৈতিক অবস্থা", সরকার রাজনীতি বিভাগের গবেষক গ্রেনার-মারাক কর্তৃক দাখিলকৃত "Impact of Modernization on Sociopolitical Practices of the Garos", সরকার রাজনীতি বিভাগের গবেষক মোসা: সানজিদা খাতুন কর্তৃক দাখিলকৃত "বাংলাদেশের ওরাওঁদের দারিদ্র বিমোচন: সরকারি কর্মসূচির ভূমিকা", সরকার রাজনীতি বিভাগের গবেষক শেখ ফরিদ কর্তৃক দাখিলকৃত "বাংলাদেশের রাজনৈতিক মতাদর্শকেন্দ্রিক সংঘাত রাজনৈতিক সংস্কৃতি", সরকার রাজনীতি বিভাগের গবেষক শায়লা সোলায়মান কর্তৃক দাখিলকৃত "Political Participation of Peasant Community in Bangladesh: A Study of A Village", সরকার রাজনীতি বিভাগের গবেষক আব্দুল্লাহ আল মামুন কর্তৃক দাখিলকৃত "Media and Community Security in Bangladesh", সরকার রাজনীতি বিভাগের গবেষক মো. সাইফুজ্জামান কর্তৃক দাখিলকৃত "বাংলাদেশের স্থানীয় উন্নয়নে দলীয় রাজনীতির প্রভাব: একটি ইউনিয়ন অধ্যয়ন", ফার্মেসী বিভাগের গবেষক সৈয়দ দাউদ মুহাম্মদ তৈমুর কর্তৃক দাখিলকৃত "Relationship between Duke Treadmill Score and Severity of Coronary Artery Disease in Diabetic Patients By SYNTAX Score", ফার্মেসী বিভাগের গবেষক মো. আশরাফুল আলম কর্তৃক দাখিলকৃত "Periodontal Diseases in Dhaka City of Bangladesh", ফার্মেসী বিভাগের গবেষক আব্দুল কাদের কর্তৃক দাখিলকৃত "In vitro and in vivo studies with the Ethanolic Extract of Marsdenia thyrsiflora (Hook.F.) Roots", শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছে।

 

এছাড়াও সিন্ডিকেট সভায় ইতিহাস বিভাগের এমফিল গবেষক মাহজুবা হক কর্তৃক দাখিলকৃত "ঢাকায় মুঘল প্রশাসনের অভ্যন্তরীণ সংকট রাজনীতি (১৭০২-১৭৫৭)", মাইক্রোবায়োলজি বিভাগের গবেষক সিফাত উজ জামান কর্তৃক দাখিলকৃত "Quality Evaluation in Central Sterile Supply Department of Different Hospitals in Major Cities of Bangladesh", আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের গবেষক আহমদ মফিজ দিপু কর্তৃক দাখিলকৃত "Bangladesh and India Relationship: Policy Options for Bangladesh in the Context of Emerging China as a Global Power", ফার্মেসী বিভাগের গবেষক রাবিতা জিন্নুরাইন কর্তৃক দাখিলকৃত "Bioactive Metabolites from Three Medicinal Plants and Their Associated Endophytic Fungi", ইতিহাস বিভাগের গবেষক মো. মামনুর রশীদ কর্তৃক দাখিলকৃত "একাত্তরে যশোর জেলার শরনার্থীঃ একটি ঐতিহাসিক পর্যালোচনা", আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের গবেষক সারা আহমেদ অন্তরা কর্তৃক দাখিলকৃত "The Rohingya Crisis: Reality Challenges and Remedy" শীর্ষক অভিসন্দর্ভের জন্য এমফিল ডিগ্রি প্রদান করা হয়।

 

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি

পরিচালক (ভারপ্রাপ্ত)

Recent Press Releases