‘Digital Entrepreneurship and Innovation Eco-System Development Project for Teachers’ শীর্ষক আইকিউএসি’র প্রশিক্ষণ কর্মশালা শুরু
Sep 07, 2025

প্রেস বিজ্ঞপ্তি

‘Digital Entrepreneurship and Innovation Eco-System Development Project for Teachers’ শীর্ষক আইকিউএসি’র প্রশিক্ষণ কর্মশালা শুরু

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৭ সেপ্টেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) শিক্ষকদের জন্য ‘Digital Entrepreneurship and Innovation Eco-System Development Project for Teachers’  শীর্ষক দু’দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে। আজ বেলা সাড়ে এগারোটায় আইকিউএসি’র কনফারেন্স কক্ষে এই কর্মশালা শুরু হয়। 

 

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁর বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষকদের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে সংযোগ স্থাপন করতে হবে। তিনি শিক্ষকদের গবেষণাকে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তোলা ও শিক্ষকতার নৈতিক কমিটমেন্ট ঠিক রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, প্রকল্প পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. সোহেল রানা। কর্মশালার প্রশিক্ষক হিসেবে ছিলেন গোলাম সামদানী ডন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিইউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শামীম আল মামুন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ অংশগ্রহণ করেন। 

 

উল্লেখ্য, বিশ্বব্যাংকের অর্থায়নে এবং বাংলাদেশ হাই-টেক পার্ক অথোরিটি’র সহায়তায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ০৯ ও ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জন্য ‘Digital Entrepreneurship and Innovation Eco-System Development (DEIED) Project for Officers’ শীর্ষক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। 

 

 

ড. মোহাম্মদ মহিউদ্দিন

পরিচালক (ভারপ্রাপ্ত)

 

Recent Press Releases