'Digital Contents: Information, Risk and Ethics' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
Oct 31, 2025

প্রেস বিজ্ঞপ্তি

'Digital Contents: Information, Risk and Ethics' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৩০ অক্টোবর ২০২৫

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে Media and Information Literacy Network Bangladesh (MILNetBD) এর সহযোগিতায় Digital Contents: Information, Risk and Ethics শীর্ষক সেমিনার আজ বেলা সাড়ে দশটায় ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. মফিজুর রহমান।

 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, প্রযুক্তির কল্যাণে গবেষণা করা এখন সহজতর হয়েছে এবং বেশিরভাগ তথ্য আমাদের টেবিলে বসেই প্রযুক্তির মাধ্যমে সংগ্রহ করা সম্ভব। তিনি বলেন, এই যুগে উন্নতি ও সাফল্যের জন্য তথ্য প্রযুক্তির বিকল্প নেই। প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি। অধ্যাপক ড. মো. মফিজুর রহমান তাঁর বক্তব্যে বলেন, গণমাধ্যম, নীতি-নৈতিকতা, তথ্য বাছাই ও তথ্য প্রচারের প্রভাব ও প্রতিক্রিয়া তুলে ধরেন। তিনি, তথ্য ও অপতথ্য পার্থক্য বুঝতে গণমাধ্যম সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে 

 

বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মিডিয়া এন্ড লিটারেসি ফোরাম জাবি’র সভাপতি ও ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. সাকিবা ইয়াসমিন। কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. সুকল্যাণ কুমার কুন্ডু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম।

 

 

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি

পরিচালক (ভারপ্রাপ্ত)

Recent Press Releases