কনফারেন্সে অংশগ্রহণের জন্য উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কলম্বো গমন \ উপাচার্যের রুটিন দায়িত্বে উপ-উপাচার্য (শিক্ষা)
Dec 09, 2024
Dec 09, 2024
প্রেস বিজ্ঞপ্তি
কনফারেন্সে অংশগ্রহণের জন্য উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কলম্বো গমন \ উপাচার্যের রুটিন দায়িত্বে উপ-উপাচার্য (শিক্ষা)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৯ ডিসেম্বর ২০২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ব্রিটিশ কাউন্সিল কর্তৃক আয়োজিত ‘South Asia Deep Dialogue on Widening Access to Quality Tertiary Education Through Transnational Education’ শীর্ষক কনফারেন্সে অংশগ্রহণের জন্য শ্রীলঙ্কার রাজধানী কলম্বো গমন করেছেন। তিনি আগামী ১২ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত কলম্বোতে অবস্থান করবেন। গতকাল ০৮ ডিসেম্বর ২০২৪ তারিখ, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপিত এক সরকারি অফিস আদেশ অনুযায়ী ০৭ ডিসেম্বর ২০২৪ তারিখে থেকে ১২ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত উপাচার্যের ছুটি মঞ্জুর করা হয়। কনফারেন্সে অংশগ্রহণ উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, এই কনফারেন্সে অংশগ্রহণের ফলে উচ্চশিক্ষার মানোন্নয়নে যুক্তরাজ্য এবং দক্ষিণ এশীয় দেশগুলোর উচ্চশিক্ষার ধারনা পাওয়া যাবে এবং আন্তঃরাষ্ট্রীয় শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে দ্বি-পাক্ষিক সুযোগের সম্প্রসারণ ঘটবে।
উপাচার্যের রুটিন দায়িত্বে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান কলম্বোতে অবস্থানকালে তাঁর ছুটিকালীন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-এর রুটিন দায়িত্ব পালন করবেন।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
See insights
Recent Press Releases
- গণ অভ্যূত্থান উত্তর বৈচিত্র্যের নামে বিভাজনে ব্যস্ত না থেকে ঐক্যবদ্ধ থাকতে হবে - উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণি ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু
- ড. সোমা মুমতাজ ‘নৃত্যাচার্য বুলবুল চৌধুরী আজীবন সম্মাননা’ পদক লাভ করায় জাবি উপাচার্যের অভিনন্দন
- প্রথম বর্ষ ভর্তি ফরম বিক্রিতে অনলাইন পেমেন্ট গেটওয়ে সহায়তা দিবে সূর্যপে
- ১৯৭১ এবং ২০২৪ সালের মধ্যে সাংঘর্ষিক কোনো অবস্থান নেই -উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত
- ভূগোল ও পরিবেশ বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী তাকিয়া তাসনিমের মৃত্যুতে উপাচার্যের শোক
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।।
- বিশ্ব দর্শন দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্বিবদ্যালয়ের দর্শন বিভাগে বিশেষ সেমিনার অনুষ্ঠিত।।
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ-এর বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত