ড. সোমা মুমতাজ ‘নৃত্যাচার্য বুলবুল চৌধুরী আজীবন সম্মাননা’ পদক লাভ করায় জাবি উপাচার্যের অভিনন্দন
Jan 01, 2025
Jan 01, 2025
প্রেস বিজ্ঞপ্তি (অভিনন্দন বার্তা)
ড. সোমা মুমতাজ ‘নৃত্যাচার্য বুলবুল চৌধুরী আজীবন সম্মাননা’
পদক লাভ করায় জাবি উপাচার্যের অভিনন্দন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০১ জানুয়ারি ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. সোমা মুমতাজ ‘নৃত্যাচার্য বুলবুল চৌধুরী আজীবন সম্মাননা’ পদক লাভ করায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ড. সোমা মুমতাজ-এর এই পদক লাভ বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মানের। উপাচার্য বলেন, নৃত্য চর্চায় ড. সোমা মুমতাজ দেশব্যাপী পরিচিত। তাঁর নৃত্যচর্চা ও শিল্পমানে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ঋদ্ধ হয়েছে। এ পদক লাভ তাঁর কাজের স্বীকৃতি। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনন্দিত। উপাচার্য তাঁর অভিনন্দন বার্তায় ড. সোমা মুমতাজ-এর সর্বাঙ্গীণ সাফল্য ও মঙ্গল কামনা করেন।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
Recent Press Releases
- যে কোনো জায়গা থেকে একজন দক্ষ মানুষ দেশ-জাতির জন্য বিশাল অবদান রাখতে পারে - উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- জুলাই-আগস্টের আন্দোলনের অঙ্গীকার রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে - উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- গণ অভ্যূত্থান উত্তর বৈচিত্র্যের নামে বিভাজনে ব্যস্ত না থেকে ঐক্যবদ্ধ থাকতে হবে - উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণি ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু
- ড. সোমা মুমতাজ ‘নৃত্যাচার্য বুলবুল চৌধুরী আজীবন সম্মাননা’ পদক লাভ করায় জাবি উপাচার্যের অভিনন্দন
- প্রথম বর্ষ ভর্তি ফরম বিক্রিতে অনলাইন পেমেন্ট গেটওয়ে সহায়তা দিবে সূর্যপে
- ১৯৭১ এবং ২০২৪ সালের মধ্যে সাংঘর্ষিক কোনো অবস্থান নেই -উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত
- ভূগোল ও পরিবেশ বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী তাকিয়া তাসনিমের মৃত্যুতে উপাচার্যের শোক
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।।