Jan 02, 2025
প্রেস বিজ্ঞপ্তি
প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণি ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০২ জানুয়ারি ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণি ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন কার্যক্রম আজ বেলা আড়াইটায় শুরু হয়েছে। আগামী ২১ জানুয়ারি ২০২৫ তারিখ, রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে অনলাইন আবেদন কার্যক্রম উদ্বোধন করেন। উপাচার্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন নির্বিঘ্ন করতে দায়িত্বপ্রাপ্ত সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) এবং সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন কার্যক্রম পরিচালনা করছে। আইআইটি’র পরিচালক অধ্যাপক ড. রিসালা তাসিন খান ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন কার্যক্রম সহজ, সুষ্ঠু এবং নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানান। ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট https://ju-admission.org এ পাওয়া যাচ্ছে।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
- যে কোনো জায়গা থেকে একজন দক্ষ মানুষ দেশ-জাতির জন্য বিশাল অবদান রাখতে পারে - উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- জুলাই-আগস্টের আন্দোলনের অঙ্গীকার রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে - উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- গণ অভ্যূত্থান উত্তর বৈচিত্র্যের নামে বিভাজনে ব্যস্ত না থেকে ঐক্যবদ্ধ থাকতে হবে - উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণি ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু
- ড. সোমা মুমতাজ ‘নৃত্যাচার্য বুলবুল চৌধুরী আজীবন সম্মাননা’ পদক লাভ করায় জাবি উপাচার্যের অভিনন্দন
- প্রথম বর্ষ ভর্তি ফরম বিক্রিতে অনলাইন পেমেন্ট গেটওয়ে সহায়তা দিবে সূর্যপে
- ১৯৭১ এবং ২০২৪ সালের মধ্যে সাংঘর্ষিক কোনো অবস্থান নেই -উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত
- ভূগোল ও পরিবেশ বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী তাকিয়া তাসনিমের মৃত্যুতে উপাচার্যের শোক
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।।