রবীন্দ্রনাথ ও নজরুল আমাদের আলোকবর্তিকা ও পথপ্রদর্শক - উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
May 20, 2025

প্রেস বিজ্ঞপ্তি

রবীন্দ্রনাথ ও নজরুল আমাদের আলোকবর্তিকা ও পথপ্রদর্শক

- উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০ মে ২০২৫

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি প্রত্যাখান করেছিলেন। তিনি নোবেল প্রাইজ ও নাইটহুড উপাধি গ্রহণের মধ্য দিয়ে পশ্চিমাদের কাছ থেকে ভালোটুকু গ্রহণ করেছেন এবং প্রতিবাদের জন্য তিনি নাইটহুড উপাধি প্রত্যাখান করেন।  কাজী নজরুল ইসলামের ক্ষেত্রেও আমরা একইরকম চিত্র দেখতে পাই। তিনি ব্রিটিশদের সঙ্গে একসাথে হেঁটেছেন; আবার তিনিই বিদ্রোহী কবিতা লিখে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। রবীন্দ্রনাথ ও নজরুল আমাদের আলোকবর্তিকা ও পথপ্রদর্শক হয়ে আছেন। এ জন্য রবীন্দ্রনাথ ও নজরুলকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। গতকাল সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র-নজরুল জন্ম-জয়ন্তী অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এসব কথা বলেন। 

 

ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে  এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম। উদ্বোধনী অনুষ্ঠানে আবৃত্তি করেন বেতার ও টেলিভিশন সংবাদ উপস্থাপক দেওয়ান সাইদুল ইসলাম ও বেতার ও টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপক সৈয়দা সাজিদা খানম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমেদ রেজা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ধ্বনি ও জলসিঁড়ি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। 

 

 

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি

পরিচালক (ভারপ্রাপ্ত)

 

Recent Press Releases