May 20, 2025

প্রেস বিজ্ঞপ্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০ মে ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ বেলা চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. মাহবুব উল হক মজুমদার চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় দ্বিপাক্ষিক শিক্ষা-গবেষণা, সেমিনার, কর্মশালা ইত্যাদিতে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, এ চুক্তির ফলে দুই প্রতিষ্ঠানে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হবে। শিক্ষক-শিক্ষার্থীসহ গবেষকরা বিভিন্ন তথ্যসহ প্রয়োজনীয় বিষয় পারস্পরিক আদান-প্রদান করতে পারবেন।
অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম. আর কবির, ফ্যাকাল্টি অব গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. কবিরুল ইসলাম, এক্সটারনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক লিজা শারমীন, অধ্যাপক ড. আলেয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- জীববিজ্ঞান অনুষদে বার্ষিক গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত
- রবীন্দ্রনাথ ও নজরুল আমাদের আলোকবর্তিকা ও পথপ্রদর্শক - উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- বিজনেস স্টাডিজ অনুষদে বার্ষিক গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত \ শিক্ষাখাতে বরাদ্দ সংকুচিত করা হলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণাখাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে -জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ, আই.আই.টি ও আই আর এস এন্ড জিআইএস এর বার্ষিক গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পিছনে অধ্যাপক ড. খন্দকার মুস্তাহিদুর রহমানের বিশাল অবদান রয়েছে - জাবি উপাচার্য
- সদ্গুণ সম্পর্কে জ্ঞান অর্জনই যথেষ্ট নয়, নৈতিক সদ্গুণ চর্চায় সেরা হতে হবে -জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- জরুরি প্রেস বিজ্ঞপ্তিঃ উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমানের ফেসবুক আউডি হ্যাক করে এবং ০১৩৩৭৫৩৪৯৬৬ মোবাইল নম্বর থেকে কতিপয় ব্যক্তির নানা ধরনের আপত্তিকর মেসেজ ও কলে বিভ্রান্ত না হওয়ার এবং ০১৩৩৬৯৩০৯৯২ বিকাশ নম্বরে আর্থিক লেনদেন না করার আহ্বান
- ‘জাবিতে নতুন তদন্তে তালিকা কমলো ২৫৯-এ, আড়াল করা হলো ৩০ হামলাকারীকে’ শীর্ষক সংবাদের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য
- টাইমস হায়ার এডুকেশনের এশিয়া র্যাঙ্কিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় \ উপাচার্যের অভিনন্দন