May 21, 2025

প্রেস বিজ্ঞপ্তি
আইবিএ-জেইউ এর বার্ষিক গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২১ মে ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) এর গবেষণা প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা দেড়টায় আইবিএ-জেইউ এর সেমিনার কক্ষে গবেষণা প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপন করা হয়।
সেমিনার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, আইবিএ-জেইউ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উচ্চ মর্যাদায় নিয়ে যেতে প্রশংসনীয় অবদান রেখেছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গবেষণার মানোন্নয়নে শিক্ষকদের চাহিদা অনুযায়ী সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য বর্তমান প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। এ লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রয়োজনীয় সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করছে। ফলে শিক্ষকদের গবেষণা প্রবন্ধ তৈরি আরও সহজ হবে বলে উপাচার্য মন্তব্য করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ। স্বাগত বক্তব্য দেন আইবিএ-জেইউ এর পরিচালক অধ্যাপক ড. আইরীন আক্তার। সহকারী অধ্যাপক মো. বদরুল আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. বখতিয়ার রানা। উদ্বোধনী অনুষ্ঠানের পর ইনস্টিটিউটের শিক্ষকগণ তাঁদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- প্রগ্রেস অন ওয়ার্ল্ড ফান্ডেড ইনোভেশন রিসার্চ প্রজেক্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাবি উপাচার্যের সঙ্গে লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
- ৪২-তম বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত
- জাবি উপাচার্যের সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- Professor Dr Saleh Ahammad Khan and Professor Dr Khondaker Mohammod Shariful Huda have been appointed as the new chancellor-nominated syndicate members of Jahangirnagar University .
- ২টি ছাত্র হল ও ২টি ছাত্রী হলের নতুন নাম প্রস্তাব আহ্বান
- কলা ও মানবিকী অনুষদের বার্ষিক গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত \ উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান সংবর্ধিত
- আইবিএ-জেইউ এর বার্ষিক গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত
- সমাজবিজ্ঞান অনুষদের বার্ষিক গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত