জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মোবাইল ফোনের টাওয়ার স্থাপনের জন্য ই ডট কো বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর সাথে চুক্তি স্বাক্ষরিত
Sep 18, 2025

প্রেস বিজ্ঞপ্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মোবাইল ফোনের টাওয়ার স্থাপনের জন্য ই ডট কো বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর সাথে চুক্তি স্বাক্ষরিত

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৮ সেপ্টেম্বর ২০২৫

 

জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মোবাইল ফোনের টাওয়ার স্থাপনের জন্য ই ডট কো বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর সাথে  আজ  বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং ইডটকো বাংলাদেশ কো. লি. এর পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক ড. সাব্বির আহমদ চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান,  প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, কম্পট্রোলার ও ইডটকো বাংলাদেশ কো. লি. কর্মকর্তাগণ  উপস্থিত ছিলেন। এ চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক নিশ্চিত করতে ইডটকো বাংলাদেশ কো. লি. বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় পাঁচটি মোবাইল ফোনের টাওয়ার স্থাপন করবে। 

 

 

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি

পরিচালক (ভারপ্রাপ্ত)

 

Recent Press Releases