জাকসু ও হল সংসদের খসড়া গঠনতন্ত্র উপাচার্যের নিকট হস্তান্তর
Apr 23, 2025

প্রেস বিজ্ঞপ্তি

জাকসু ও হল সংসদের খসড়া গঠনতন্ত্র উপাচার্যের নিকট হস্তান্তর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৩ এপ্রিল ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদের প্রস্তাবিত খসড়া গঠনতন্ত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কাছে আজ হস্তান্তর করেছে এতদবিষয়ে গঠিত কমিটি। গঠনতন্ত্র পরিবর্তন, পরিমার্জন ও সংশোধন কমিটির সভাপতি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমানের নেতৃত্বে কমিটির সদস্যগণ খসড়া গঠনতন্ত্র আজ বেলা একটার দিকে উপাচার্যের নিকট হস্তান্তর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, বাংলা বিভাগের অধ্যাপক ও কমিটির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, প্রক্টর ও কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম উপস্থিত ছিলেন। জাকসু ও হল সংসদ গঠনতন্ত্র পরিবর্তন, পরিমার্জন ও সংশোধনের জন্য গঠিত কমিটি অন্যান্য সদস্যরা হলেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা ও ফার্মেসী বিভাগের অধ্যাপক মাসুম শাহরিয়ার।

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি

পরিচালক (ভারপ্রাপ্ত)

 

Recent Press Releases