Aug 07, 2025

প্রেস বিজ্ঞপ্তি
‘United Nations Sustainable
Development Goals (SDGs): Opportunities and Challenges for Bangladesh’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
-শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য একটি শিক্ষা সংস্কার কমিশন প্রয়োজন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,
০৭ আগস্ট ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘United Nations Sustainable Development Goals (SDGs): Opportunities and Challenges for Bangladesh’ শীর্ষক কর্মশালায় ইউনেস্কো চেয়ার অধ্যাপক ড. মোহাম্মদ নুরূন্নবী বলেছেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বহু ধারায় বিভক্ত। সবগুলো ধারার শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য একটি শিক্ষা সংস্কার কমিশন প্রয়োজন। শিক্ষাকে সর্বজনীন করার জন্য সময়োপযোগী শিক্ষানীতি প্রয়োজন। তিনি মনে করেন, সরকারের এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার। বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা উচ্চমানের হলেও আন্তর্জাতিক জার্নালগুলোতে সেগুলোর প্রকাশনা উল্লেখযোগ্য পরিমাণে না হওয়ায় বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিংয়ে এ বিশ্ববিদ্যালয় ভালো অবস্থানে যাচ্ছে না। তিনি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মানসম্পন্ন গবেষণাগুলো ওয়েবসাইটে প্রকাশের পাশাপাশি আন্তর্জাতিক জার্নালে প্রকাশের আহ্বান জানান। অনুুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানসম্পন্ন ওয়েবসাইট তৈরি করা এখন সময়ের দাবি। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট ব্যাক্তিদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষাথীর্ ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিসগুলোকে তৎপর হওয়ার আহ্বান জানান। কর্মশালায় উপাচার্য সম্প্রতি তাঁর শ্রীলংকা, চীন এবং আমেরিকা সফরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দ্বিপাক্ষিক শিক্ষা-গবেষণার ক্ষেত্র চিহ্নিত করা এবং এ ব্যাপারে সমঝোতা স্মারক চুক্তির আলাপ-আলোচনার তথ্য তুলে ধরেন। আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. সোহেল রানার সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান,
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদসহ বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান এবং অন্যান্য শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- চারুকলা বিভাগে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- নিয়মিত শিক্ষাপর্ব সম্পন্ন হয়েছে এমন শিক্ষার্থীদের আগামী ১৬ আগস্ট ২০২৫ এর মধ্যে হলত্যাগের নির্দেশ
- রক্তাক্ত জুলাই-২৪ ও গণঅভ্যুত্থান স্মরণে নির্মিত তথ্যচিত্রসমূহ ও অন্যান্য আয়োজনে আন্দোলনে অংশগ্রহণকারী সকলে অন্তর্ভুক্তি না হওয়ায় দুঃখপ্রকাশ
- ইতিহাস বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
- ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- ‘United Nations Sustainable Development Goals (SDGs): Opportunities and Challenges for Bangladesh’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
- হাসিনার পলায়ন ও পতন দিবস উদযাপন - ২০২৪ এসেছে আমাদের চারিত্রিক দুর্বলতার কারণে -জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার আধুনিকায়নে নবযাত্রা শুরু, যুগোপযোগী অটোমেশন টুলস সংযোজন
- নির্মাণ শ্রমিক মো: আরিফুল ইসলামের মর্মান্তিক মৃত্যুতে উপাচার্যের শোক \ তদন্ত কমিটি গঠন \