ইতিহাস বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
Aug 10, 2025

প্রেস বিজ্ঞপ্তি

ইতিহাস বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১০ আগস্ট ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা আজ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে সকাল সাড়ে এগারোটায় এ নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, বিদায়ী শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে অনেক কিছু করার আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাঁদেরকে দেশ ও জাতির সেবা প্রদানের জন্য যোগ্য করে গড়ে তুলেছেন। উপ-উপাচার্য (শিক্ষা) আরও বলেন, নবীন শিক্ষার্থীদের ভালো ও কল্যাণমুখী হওয়ার বহুমুখী সুযোগ যেমন রয়েছে ঠিক তেমনি অসুন্দরেরও অনেক হাতছানি আছে। এখানে তাদের মা-বাবা সাথে নেই, তাই নিজেদেরকেই ভালো-মন্দ চিহ্নিত করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। শিক্ষার্থীদের নিজেদের ভালো ও সুন্দর কাজের মধ্য দিয়ে দেশ ও জাতির সেবা করতে হবে। আমি বিশ্বাস করি শিক্ষকরা শিক্ষার্থীদের অভিষ্ট লক্ষ্য অর্জনে সহযোগিতা প্রদান  করে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যোগ্যতম করে গড়ে তুলবেন। 

 

ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. এমরান জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইতিহাস সংসদের ভারপ্রাপ্ত শিক্ষক ও সহযোগী অধ্যাপক মাসুদা পারভীন, বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপ-উপাচার্য (শিক্ষা) অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

 

 

হাফিজুর রহমান

রিপোর্টার

জনসংযোগ অফিস

 

Recent Press Releases