রক্তাক্ত জুলাই-২৪ ও গণঅভ্যুত্থান স্মরণে নির্মিত তথ্যচিত্রসমূহ ও অন্যান্য আয়োজনে আন্দোলনে অংশগ্রহণকারী সকলে অন্তর্ভুক্তি না হওয়ায় দুঃখপ্রকাশ
Aug 10, 2025

জরুরী প্রেস বিজ্ঞপ্তি

 

রক্তাক্ত জুলাই-২৪ ও গণঅভ্যুত্থান স্মরণে নির্মিত তথ্যচিত্রসমূহ ও অন্যান্য আয়োজনে

আন্দোলনে অংশগ্রহণকারী সকলে অন্তর্ভুক্তি না হওয়ায় দুঃখপ্রকাশ

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১০ আগস্ট ২০২৫

রক্তাক্ত জুলাই-২৪ ও গণঅভ্যুত্থান স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তে বিভিন্ন কমিটি ও উপ-কমিটির তত্ত্বাবধানে প্রস্তুতকৃত  ও প্রদর্শিত তথ্যচিত্রসমূহ ও অন্যান্য আয়োজনে সময় ও অন্যান্য সীমাবদ্ধতার কারণে আন্দোলনে অংশগ্রহণকারী সকলকে অন্তর্ভুক্ত করা যায় নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন  অনিচ্ছাকৃত এই ত্রুটির কারণে দুঃখ প্রকাশ করছে এবং একইসাথে সংশ্লিষ্ট কমিটি ও উপ-কমিটিগুলোকে আন্দোলনে অংশগ্রহণকারী সকলকে অর্ন্তভুক্ত করে যথাযথভাবে তথ্যচিত্রগুলো সম্পূর্ণ করার অনুরোধ জানিয়েছে। উল্লেখ্য, চূড়ান্তভাবে প্রস্তুতকৃত তথ্যচিত্রসমূহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে সংরক্ষিত থাকবে এবং অনতিবিলম্বে সকলের অংশগ্রহণে প্রদর্শনী আয়োজনের তারিখ ঘোষণা করা হবে।

 

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি

পরিচালক (ভারপ্রাপ্ত)

 

Recent Press Releases