নিয়মিত শিক্ষাপর্ব সম্পন্ন হয়েছে এমন শিক্ষার্থীদের আগামী ১৬ আগস্ট ২০২৫ এর মধ্যে হলত্যাগের নির্দেশ
Aug 10, 2025

জরুরী প্রেস বিজ্ঞপ্তি

 

নিয়মিত শিক্ষাপর্ব সম্পন্ন হয়েছে এমন শিক্ষার্থীদের

আগামী ১৬ আগস্ট ২০২৫ এর মধ্যে হলত্যাগের নির্দেশ

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১০ আগস্ট ২০২৫

 

প্রভোস্ট কমিটির সুপারিশের প্রেক্ষিতে আজ ১০ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত জরুরী প্রশাসনিক সভায় বিশ্ববিদ্যালয়ে নিয়মিত শিক্ষাপর্ব সম্পন্ন হয়েছে এমন শিক্ষার্থীদের আগামী ১৬ আগস্ট ২০২৫ তারিখ পূর্বাহ্নের মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে। প্রভোস্ট কমিটির সভাপতির নেতৃত্বে সকল প্রভোস্টকে এই সিদ্ধান্ত কার্যকরের অনুরোধ করা হয়েছে। উক্ত সময়ের মধ্যে হল ত্যাগ না করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিধি মোতাবেক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। 

 

গণরুম, গেস্টরুম, র‌্যাগিং, বুলিং (অনলাইন/সাইবার) সংক্রান্ত অপরাধমূলক কর্মকাণ্ড রোধে

ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮ সংস্কারে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

 

গত ০৪ আগস্ট ২০২৫ তারিখ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী অদ্য ১০ আগস্ট ২০২৫ তারিখে গণরুম, গেস্টরুম, র‌্যাগিং, বুলিং (অনলাইন/সাইবার) সংক্রান্ত অপরাধমূলক কর্মকাণ্ড রোধে দ্রুততম সময়ের মধ্যে শাস্তির সুপারিশসমূহ অর্ন্তভুক্ত করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য প্রণীত শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮ সংস্কার করার জন্য উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদের সভাপতিত্বে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খান, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরীন সুলতানা, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব এবং জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মৃধা মো. শিবলী নোমানকে সদস্য ও ডেপুটি রেজিস্ট্রার মো. মাহতাব-উজ-জাহিদকে সদস্য-সচিব হিসেবে অন্তর্ভুক্ত করে ১২সদস্য বিশিষ্ট উচ্চক্ষমতাসম্পন্ন একটি কমিটি গঠন করা হয়েছে। একইসাথে, প্রশাসনিক সভায় বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল ও একাডেমিক ভবনে গণরুম, গেস্টরুম, র‌্যাগিং, বুলিং (অনলাইন/সাইবার) সংক্রান্ত অভিযোগ জমা দেওয়ার জন্য অনতিবিলম্বে অভিযোগ বক্স স্থাপন করার জন্য প্রভোস্ট ও অফিস প্রধানদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

 

 

 

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি

পরিচালক (ভারপ্রাপ্ত)

Recent Press Releases