ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
Aug 10, 2025

প্রেস বিজ্ঞপ্তি

ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর

স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১০ আগস্ট ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং এন্ড জিআইএস-এর স্নাতকোত্তর (নিয়মিত) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল দশটায়  সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় ১৫টি ছাত্র এবং ১৫টি ছাত্রী আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ১২৮ জন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১০৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। সকালে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান সমাজবিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন। এ সময় সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং এন্ড জিআইএস-এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।  ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আগামী ১১ই আগস্ট ২০২৫ তারিখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্তভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে ক্লাস শুরু হবে।

 

 

হাফিজুর রহমান

রিপোর্টার

জনসংযোগ অফিস

 

Recent Press Releases